রোভার স্কাউট দল গঠন প্রসঙ্গে
তারিখ:11/08/2025
জরুরী বিজ্ঞপ্তি
এতদ্বারা বাইনতলা রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের সকল শ্রেণির ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানান যাচ্ছে যে, আগামী ১৫/০৮/২০২৫ খ্রিঃ তারিখ হতে ২৫/০৮/২০২৫ খ্রিঃ তারিখ পর্যন্ত বাংলাদেশ রোভার স্কাউট(ছেলে) ও বাংলাদেশ গার্ল ইন রোভার(মেয়ে) দল গঠন করা হবে । আগ্রহী ছাত্র/ছাত্রীদের নিম্নে বর্ণিত শিক্ষকগনের সাথে যোগাযোগ ও ভর্তি ফরম সংগ্রহ করার জন্য বলা হল ।
১। জনাব পান্নালাল বৈদ্য
সহকারী শিক্ষক(শারীরিক শিক্ষা ও স্বাস্হ্য)
মোবাইল নম্বর-০১৭২৭০৪৪৯৯১
২। জনাব মোঃ আশরাফুল ইসলাম
সহকারী শিক্ষক (ইসলাম ও নৈতিক শিক্ষা)
মোবাইল-
তরুন কান্তি সানা
প্রধান শিক্ষক
বাইনতলা রাইচরণ মাধ্যমিক বদ্যালয়
